About Charfasson Govt College

চরফ্যাসন সরকারি কলেজ উপকূলীয় জনপদে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। উপকূলীয় এলাকায় শিক্ষার প্রসারে এ কলেজের অবদান সর্বজন স্বীকৃত। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এর অধিভূক্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কলেজ সমূহের পারফরমেন্স র‌্যাংকিং-২০১৫ এ বরিশাল বিভাগের মধ্যে এ কলেজ ৮ম স্থান অধিকার করে। কলেজের এ অর্জন ও কৃতিত্বের মূলে রয়েছে এর শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ, অভিভাবক সবার ঐকান্তিক প্রচেষ্টা ও মূল্যবান অবদান।